ইউক্রেনে বাংলাদেশি জাহাজের ২৮ নাবিক উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ০০:৪৮

ইউক্রেনে বাংলাদেশি জাহাজের ২৮ নাবিক উদ্ধার

ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা ও অগ্নিকাণ্ডের পর নাবিকদের উপকূলে বাংকারে সরিয়ে নেয়া হয়েছে। ২৮ জনকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। তারা সকলে সুস্থ আছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নাবিকদের জাহাজ থেকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে জানিয়ে ড. পীযূষ দত্ত বলেন, বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টার দিকে ২৮ জন নাবিক ও নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বাংকারে সরিয়ে নেয়া হয়েছে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক মেরিটাইম আইন খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top