ইউক্রেন থেকে বাংলাদেশের ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০০:৩১

ইউক্রেন থেকে বাংলাদেশের ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন

ইউক্রেন সীমান্ত পার হয়েছেন বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক। বাংলাদেশ সময় রবিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পার হন। বর্তমানে তারা মলদোভা দূতাবাসের হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ এখনো ইউক্রেনেই রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, হাদিসুরের মরদেহ দ্রুত দেশে ফেরানোর যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৮ নাবিকের দেশে ফেরার বিষয়েও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top