বিমানবন্দরে হাদিসুরের ভাইয়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৪:১৯

বিমানবন্দরে হাদিসুরের ভাইয়ের আহাজারি

ইউক্রেন ও রাশিয়ার সামরিক হামলার মধ্যে ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে গোলাবর্ষণের শিকার হয়ে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি জাহাজ। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যায়।

বুধবার (৯ মার্চ) রোমানিয়া থেকে বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক জীবিত অবস্থায় দেশে ফিরেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন তার ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স। এ সময় হাদিসুরের অন্য স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

জীবিত ২৮ নাবিকের সাথে হাদিসুর রহমানের মরদেহ না আসায় কান্নায় ভেঙে পড়েন প্রিন্স। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাই আমার কই... গো ভাই, তুমি কই...। আমার ভাই আর নাই... আমার ভাই আর নাই...।

থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top