সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০০:১৩

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকে আব্দুল মোমেন

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রথমবারের মতো মোমেন ও সাউদের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় এ আলোচনা শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টার বেশি সময় মোমেন ও সাউদের মধ্যে এ আলোচনা চলবে। বৈঠক শেষে ঢাকা ও রিয়াদের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top