ভোজ্যতেলের ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১১:০৮

ভোজ্যতেলের ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (১৬ মার্চ) ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এ প্রজ্ঞাপন জারি করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে এবার ১৫ শতাংশ ভ্যাট থেকে ৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এর আগে সোমবার (১৪ মার্চ) এনবিআর উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে। সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানোর আদেশ জারি করে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top