ইসির সংলাপে উপস্থিতি ছিলো অর্ধেকেরও কম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০৪:১৭

ইসির সংলাপে উপস্থিতি ছিলো অর্ধেকেরও কম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের দ্বিতীয় দফায় মতামত দেওয়ার জন্য ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিয়েছেন ১৭ জন।

মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টার দিকে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও সবাই সময় মতো আসেননি। সংলাপ শুরু হয় ১৫ মিনিট পর। কেউ কেউ এসেছেন সংলাপ শুরুর পর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অংশ নেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আহসান হাবিব খান। ওমরাহ পালন করতে যাওয়ায় সংলাপে অংশ নিতে পারেননি নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এছাড়া ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংলাপে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে যারা অংশ নেন- খুশী কবির, সঞ্জীব দ্রং, রোবায়েত ফেরদৌস, আলী ইমাম মজুমদার, আব্দুল লতিফ মণ্ডল, মহিউদ্দিন আহমেদ, সিনহা এম সাঈদ, অধ্যাপক নজরুল ইসলাম, ফরাস উদ্দিন, ড. জাফরুল্লাহ চৌধুরী, সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, আবু আলম মো. শহীদ খান, ড. ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, জহিরুল আলম ও অধ্যাপক শেখ হাফিজুর রহমান।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top