টিসিবির লাইনে মধ্যবিত্তরাও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৬:০৫

টিসিবির লাইনে মধ্যবিত্তরাও

নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এ ঊর্ধ্বমূল্যে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও। আয়ের সঙ্গে ব্যয়ে ব্যবধান বাড়ছে প্রতিনিয়ত। আসন্ন পবিত্র রমজান ঘিরে অন্যান্য বছরের মতো এবারও নিত্যপণ্যের বাজারে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলের লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও।

তবে চাহিদার তুলনায় ট্রাক সেলে পণ্যের যোগান কম হওয়ায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এমন চিত্রই দেখা গেছে।

কদিন বাদেই শুরু হচ্ছে রোজার মাস। রোজা ঘিরে আগেভাগেই চোখ রাঙাচ্ছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। তবে সাধারণ ক্রেতাদের অনেকে টিসিবির তেল, ডাল, পেঁয়াজ, চিনির সঙ্গে রমজান মাস উপলক্ষে ছোলা ও খেজুর পেয়ে সন্তোষ প্রকাশ করছেন।

এদিকে টিসিবির ট্রাক সেলের বিক্রেতারা বলছেন, তাদের মজুত ও সরবরাহ পর্যাপ্ত আছে। পণ্যের মান ভালো হওয়ায় আর খোলা বাজারের তুলনায় দামে কিছুটা কম পাওয়ায় নগরবাসী টিসিবির পণ্যের দিকে ঝুকছে। অনেকেই পণ্য পেয়েও দ্বিতীয়-তৃতীয়বার লাইনে দাঁড়াচ্ছেন।

রাজধানীর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। প্রথম কিস্তি চলবে ২০-৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি চলবে ৩-২০ এপ্রিল পর্যন্ত।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top