‘ডাকটিকিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ২৩:৪১
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা গ্রহণ ও সলিমপুর ওয়ারলেস স্টেশন’ এর ওপর প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ‘ডাকটিকিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক অ্যালবামের মোড়কও উন্মোচন করেন তিনি।
শনিবার (২৬ মার্চ) সকালে গণভবনে এ অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।
এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।