হরতাল সমর্থকদের সাথে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০২:২৪
বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের শেষ দিকে পুলিশ ও জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, জোটের নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন পল্টনের ওসিসহ পাঁচ পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই জোটের নেতাকর্মীরা যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন। তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে জোটের নেতারা অভিযোগ করেন, সকাল থেকে তারা পল্টন মোড় ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু বিনা উসকানিতে পুলিশ এসে নেতাকর্মীদের লাঠিপেটা ও মারধর করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: হরতাল পুলিশ সদস্য আহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।