জবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৫:২৮

জবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী (২২)। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ছাত্রাবাস থেকে তাকে উদ্ধার করে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সুজন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক শিক্ষার্থী ৯৯৯-এ কল দিয়ে জানান- তার সহপাঠী ও রুমমেট তাকে রুম থেকে বের করে দিয়ে হঠাৎ দরজা বন্ধ করে দিয়েছেন। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছেন না। তিনি পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। তারা ধারণা করছেন- ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করছেন।

কনস্টেবল সুজন দাশ বলেন, ‘পরে যাত্রাবাড়ী থানা পুলিশকে এ তথ্য জানানো হয়। পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় তিনি অচেতন ছিলেন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন ’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top