বাংলাদেশে শিক্ষাখাতের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ২৩:১৫

বাংলাদেশে শিক্ষাখাতের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশ ও যুক্তরাজ্য পরস্পরের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ এমপি এবং দেশটির প্রধানমন্ত্রীর বণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সরকারে সহযোগিতা কামনা করেন।

এসময় রুশনারা আলী যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি শিক্ষাখাতের উন্নয়নে সহায়তায় তার সরকারের আগ্রহের কথা জানান। বহু বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী বলে তিনি প্রধানমন্ত্রীকে অবগত করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top