রমজানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ০৩:৪৬

রমজানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযানের পদক্ষেপ নিয়েছে বিএসটিআই। এজন্য রবিবার (২ এপ্রিল) থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (২ এপ্রিল) রমজান উপলক্ষে বিএসটিআইয়ের কার্যক্রম অবহিত করতে আয়োজিত সভায় এসব কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।

শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিল্পমন্ত্রী জানান, রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বিএসটিআইর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top