রমনা বটমূলে থাকবে বর্ষবরণের আয়োজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ২৩:৪১

রমনা বটমূলে থাকবে বর্ষবরণের আয়োজন

বৈশাখ সন্নিকটে। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এবার রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করেছে ছায়ানট। ‘নবীন আশা জাগ্ল যে রে আজ/ নতুন রঙে রাঙা তোদের সাজ’ স্লোগানে রাগালাপের মধ্য এবারের পহেলা বৈশাখে সকাল ৬টায় রমনার বটমূলে শুরু হবে ছায়ানটের বাংলা নব বর্ষবরণের এবারের আয়োজন। এবারের প্রতিপাদ্য-‘নব আনন্দে জাগো’।

রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবারের আয়োজনে শিল্পী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বর্ষবরণের আয়োজনকে সুষ্ঠু ও সফল করার লক্ষ্যে মাসাধিককাল ধরে চলছে দলীয় পরিবেশনার মহড়া। বৈশাখ উদ্যাপনে বটমূলের বরাদ্দ চেয়ে ইতোমধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে প্রথা মাফিক আবেদনও করেছে ছায়ানট।

ছায়ানট মিলনায়তনে শনিবার (২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন বলেন, গত দুবছর আমাদের মনের ভেতর অনেক বেদনা গেছে। মহামারির ভয়াবহতা সবকিছু সঙ্কুচিত করে রেখেছে। পহেলা বৈশাখ আমরা সেভাবে করতে পারিনি। এবার যখন করতে পারলাম তখন আমাদের মনে আনন্দ অশেষ। ছায়ানট ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত পহেলা বৈশাখ আয়োজন করে আসছে। ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ এবং গেল দুবছর আয়োজন করতে পারেনি।

রমজান মাসে সব নিয়ম ও ধর্মীয় রীতি মেনে পহেলা বৈশাখ পালন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এর আগেও রমজানে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top