ইফতার বাজার বসানো নিয়ে চকবাজারে পুলিশ-ব্যবসায়ী বচসা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২, ০৪:৫৫
রাজধানীর চকবাজারে ইফতার বাজার বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্কে জড়ান ব্যবসায়ীরা। অনুমতি ছাড়া ইফতার বাজার বসানোর অভিযোগে পুলিশের বাধার মুখে পড়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজারের ব্যবসায়ীরা।
রোববার (৩ এপ্রিল) দুপুরে চক সার্কুলার রোডে ইফতার সামগ্রী নিয়ে বসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
পুলিশের দাবি, কোনো রকম অনুমতি না নিয়েই ব্যবসায়ীরা ব্যস্ততম সড়কে ইফতার বাজার বসানোর তোড়জোড় করছেন। ফলে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছরে কোনো ব্যবসা হয়নি। এজন্য এবছর রাস্তায় ইফতার বিক্রির অনুমতি চান তারা।
তবে হাজি শফিক নামের এক ব্যবসায়ী দাবি করেন, ৪০০ বছর ধরে এখানে ইফতার বাজার বসে। আমরা সবার অনুমতি নিয়েছি।
এদিকে দুপক্ষের বচসা শেষে দুপুর আড়াইটার দিকে পুলিশ সদস্যরা চলে গেলে ব্যবসায়ীরা ফের ইফতার সামগ্রীর দোকান বসানো শুরু করেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইফতার বাজার চকবাজার পুলিশ মাহে রমজান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।