র্যাবের নিষেধাজ্ঞা তুলে নিতে ব্লিংকেনকে অনুরোধ জানাবেন মোমেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০০:৩৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানাবে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানাবেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে বৈঠক করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে যোগ দিতে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মোমেন।
ঢাকা ত্যাগের আগে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫০ বছরে আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরো জোরদার হবে সে ব্যাপারে বৈঠকে আলোচনা করবো।
গত ১০ ডিসেম্বর র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রথমবার ড. মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ব্যাপক দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি তিনি এই নিষেধাজ্ঞাটি পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানাবেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।