যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৪:৪৭
রাজধানীর শ্যামপুর মীরহাজিরবাগ পাইপরাস্তা এলাকা থেকে মো. নুর ইসলাম মৃধা (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা দেলোয়ার মৃধা বলেন, আমার ছেলে একমাস পর সৌদিতে যাবে। ভিসাও চলে এসেছে, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নুর ইসলামের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার বকলতলী গ্রামে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। বর্তমানে মীরহাজিরবাগ পাইপরাস্তার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ঢামেক হাসপাতাল শ্যামপুর যুবক মৃতদেহ পুলিশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।