চট্টগ্রাম কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৪:৫৬

চট্টগ্রাম কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে দুজন অসুস্থ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় একজনের ও সাড়ে ৫টায় অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪), হাজতি নম্বর (৫৫৬৭/২২)। একই থানার হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো. বাবুল মিয়া (৩৪), হাজতি নম্বর-১৯২৮৩/২১।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, রফিজ উদ্দিন গত ২৭ মার্চ মারামারি মামলায় কারাগারে আসেন। সোমবার ভোরে তিনি অসুস্থতাবোধ করায় প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

তিনি বলেন, মারা যাওয়া আরেকজন হলেন মো. বাবুল মিয়া। উনি মাদক মামলায় ২০২১ সালের ১৮ নভেম্বর থেকে কারাগারে আছেন। সাড়ে পাঁচটার দিকে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমে যাওয়ার মুহূর্তে অসুস্থতাবোধ করলে তাকেও কারা হাসপাতালে আনা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুজনের সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্টে পেলে মৃত্যু কারণ জানা যাবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top