টিপ পরায় হেনস্তা: কনস্টেবল বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ০৫:০৩
টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী ড. লতা সমাদ্দার। তিনি গণমাধ্যম, পুলিশ প্রশাসন ও তার প্রতিবাদে একাত্মতা পোষণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) তিনি এমন প্রতিক্রিয়া জানান।
লতা সমাদ্দার বলেন, ‘ঘটনার পর লিখিতভাবে থানায় অভিযোগ করেছিলাম। এরপর বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমার পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ। অভিযোগের পর তারা দ্রুত অভিযুক্তকে শনাক্ত করেছেন এবং চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।’
এর আগে সোমবার (৪ এপ্রিল) বিকেলে কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পুলিশ প্রটেকশন বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং তেজগাঁও বিভাগের একজন সহকারী কমিশনারকে (এসি) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। একটি ঘটনা ঘটেছে এবং তিনি তা স্বীকার করেছেন। এ ঘটনায় যে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, তার তদন্ত চলছে।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।