শিল্প ক্ষেত্রে চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১০:০৫

শিল্প ক্ষেত্রে চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রমজান মাস উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প ক্ষেত্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটর করবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম।

সোমবার (১১ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। শিল্প শ্রেণির গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, রমজানে আবাসিক খাতে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রমজান মাসে বিকেলে যখন রান্নাবান্নার চাপ শুরু হয়, তখন গ্যাসের চাপ কমে যায়। এতে বাসায় ইফতার বানানোসহ রান্না-বান্না করতে ব্যাপক সমস্যা হয় আবাসিক গ্রাহকদের। এ কারণে বাধ্য হয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top