সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশ পরিদর্শক হলেন ১২৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২৩:০০

পুলিশ পরিদর্শক হলেন ১২৩ জন

পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ১২৩ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৬৭ জন পরিদর্শক (নিরস্ত্র), ৩৯ জন পরিদর্শক (সশস্ত্র) ও ১৭ জন পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করছেন। এরই ধারাবাহিকতায় পুলিশকে দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বিদ্যমান পদোন্নতি পদ্ধতি সহজ করা হয়েছে। ২০২০ সাল থেকে কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর ফলে অধস্তন পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টি হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকতাদের তালিকা পুলিশের ওয়েবসাইটে দেখা যাবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top