হাতিরঝিলে নেই নববর্ষের আমেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ০৫:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট, রমনার বটমূল বা শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করছেন সংস্কৃতিপ্রেমীরা। এ আয়োজনে যোগ দিয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ। তবে এবার হাতিরঝিলে বৈশাখের কোনো আমেজ নেই। সাদা-লাল রঙের শাড়ি-পাঞ্জাবি পরে ঘুরতে আসেনি কেউ। স্বাভাবিক দিনে হাতিরঝিলে দর্শনার্থীদের যে পরিমাণ ভিড় থাকে, তাও নেই আজ।
যে দু-একজন হাতিরঝিলে ঘুরতে এসেছেন, তারাও বেশি সময় অবস্থান করছেন না। কয়েকজন দর্শনার্থী জানিয়েছেন, এবার পবিত্র রমজান মাসে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে। বাইরেও প্রচণ্ড গরম। ফলে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার যারা বের হয়েছেন, তারা গরমে অস্বস্তি বোধ করছেন। তবে সন্ধ্যার পর লোকজন ঝিলে বেড়াতে আসতে পারে।
করোনা মহামারির কারণে গত দুই বছর দেশে বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান হয়নি। এবার সারাদেশে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন চলছে। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বর্ষবরণ করছেন সংস্কৃতিপ্রেমীরা।
হাতিরঝিলে মধুবাগ সেতু এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব। তিনি বলেন, ‘সাধারণ ছুটির দিনে সকাল থেকেই হাতিরঝিলে সব বয়সী মানুষের চাপ বাড়ে। কিন্তু এবার তার ব্যতিক্রম। তবে ইফতারের পর মানুষের ভিড় আরও বাড়তে পারে।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।