রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ১০:৩৭

রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সে কিশোরগঞ্জের ভৈরবে আত্মগোপনে ছিল বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভৈরব থেকে মুফতি শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, রমনা বটমূলে বোমা হামলায় জড়িত ছিল মুফতি শফিকুল ইসলাম। ওই হামলার পর দায়ের করা মামলায় হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) প্রধান মুফতি আব্দুল হান্নান ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আদালত। অন্য মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে, রায়ের পর থেকে শফিকুল ইসলাম গোপনে আত্মগোপনে ছিল। সে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। শফিকুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজির সক্রিয় কর্মী।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top