সুবিধাবঞ্চিতদের মধ্যে পাথওয়ের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৬
বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও যানজটের কারণে পথে আটকে পড়া মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০ ও সাদা পানির ট্যাঙ্ক এলাকায় পাথওয়ের উদ্যোগে ছয় শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়েছে। আজকের আয়োজনে ছয় শতাধিক মানুষের হাতে পাথওয়ের কর্মীরা ইফতার তুলে দেন।
এছাড়াও যানজটের কারণে অনেক রোজাদার সময় মতো বাসায় পৌঁছাতে পারেননি। তাদের মধ্যেও ইফতার বিতরণ করা হয়েছে।
পাথওয়ের নির্বাহী পরিচালক আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবারের মতো এবারও নিরলসভাবে কাজ করছেন পাথওয়ের কর্মীরা। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
তিনি বলেন, পাথওয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে। তারাও ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের বিত্তবানদের সঙ্গে বসে একই কাতারে ইফতার করতে পারবেন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।