মাটিচাপা দেওয়া নারীর মরদেহ মিললো খিলক্ষেতে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ০৪:১৫
রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় এক নারীকে (৩৮) শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই নারীকে কে বা কারা শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রেখে যায়। সকাল ১০টার দিকে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। মরদেহ বর্তমানে খিলক্ষেত থানায় রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।’
ওসি সাব্বির আহমেদ বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর। পরিচয় না মিললেও পুলিশের পক্ষ থেকে একটি মামলা নেওয়া হবে।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: রাজধানী নারী হত্যা পুলিশ মরদেহ উদ্ধার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।