• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাটা শোরুমেও দাম বদলানোর চিত্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৩১

বাটা শোরুমেও দাম বদলানোর চিত্র

চট্টগ্রাম মহানগরীর অভিজাতদের শপিংমল হিসেবে পরিচিত সানমার ওশ্যান সিটিতে দুই হাজার টাকার পোশাক নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা। মার্কেটের গিগল নামের কাপড়ের দোকানে পোশাকের পুরোনো স্টিকার পাল্টে বেশি দামের স্টিকার লাগানো ছিল। এমনকি একই শপিংমলে মানুষের আস্থার ব্র্যান্ড বাটা জুতার শোরুমেও দেখা গেছে দাম বদলানোর এমন চিত্র।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এমন অভিযোগের প্রমাণ পাওয়ার পর গিগলকে ৮০ হাজার টাকা জরিমানা করে। একইভাবে দেশের স্বনামধন্য বাটা সু কোম্পানির শোরুমে ক্রেতা ঠকানোর প্রমাণ পায় তারা। সানমার ওশ্যান সিটির বাটার শোরুমে এক জোড়া জুতার ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসানোর বিষয়টিরও প্রমাণ পেয়েছে অধিদপ্তর। এরপর শোরুম কর্তৃক্ষকে সতর্ক করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। অভিযান শেষে তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদকে সামনে রেখে আমরা স্যানমার ওশ্যান সিটিতে অভিযান চালিয়েছি। অভিযানে দেখা গেছে; অনেক দোকানে আগের পণ্যে পুরোনো কম দামের স্টিকার তুলে বেশি দামের স্টিকার লাগিয়ে দিয়েছে। গিগল নামের কাপড়ের দোকানে ২ হাজার টাকার একটি পোশাকে ৬ হাজার টাকার স্টিকার লাগানো হয়েছে। একইভাবে বাটা শোরুমে ১৯৯৯ টাকার জুতার পুরোনো ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসানো হয়েছে! আমরা প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেছি।

মো. ফয়েজ উল্লাহ আরও বলেন, অভিযানে গিগলকে ৮০ হাজার টাকা এবং বাটা শোরুমকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা তাদের সতর্ক করেছি। ঈদের আগে আরও অভিযান হবে।

পরবর্তীতে একই অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ তিনগুণ জরিমানা করা হবে বলেও জানান তিনি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top