মোশাররফের চিকিৎসার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৬:১০

মোশাররফের চিকিৎসার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতকাল রাত থেকে সংঘর্ষের শুরু। আজ সকাল থেকে দুইপক্ষকে যদি দূরে রাখা যেত, তাহলে হয়ত প্রাণহানির ঘটনা ঘটত না।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমরা তাকে (আহত মোশাররফ) দেখলাম। তার চোখে আঘাত লেগেছে। আমার সঙ্গে মোশাররফের কথা হয়েছে। ডাক্তারদের সঙ্গেও আমি কথা বলেছি। তার যে চিকিৎসা প্রয়োজন, সে ব্যবস্থা করা হচ্ছে। আরও যা যা দরকার, সব ব্যবস্থা করব।

‘আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাদের নেওয়া হয়েছে আমরা তাদেরও খোঁজ নেব। তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করব।’

সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন- জানালে সাংবাদিকদের দীপু মনি বলেন, এটা খুবই দুঃখজনক। এখানে যে ঘটনা ঘটেছে তা এই পর্যন্ত গড়ানোর কোনো কারণই ছিল না। আপনাদের ফুটেজে দেখলাম, দুটো দোকানের মধ্যে, তাদের বাকবিতণ্ডায় কিছু ছাত্রকে জড়ানো হয়েছে বা তারা জড়িয়েছে। এই ঘটনার জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকালই তারা আহত হয়েছেন। আমরা আশা করেছিলাম আজ সকাল থেকে দুইপক্ষ আলাদা থাকবে।

‘এখন পরিস্থিতি শান্ত আছে। তবে কিছুপক্ষ আছে যাদের দরকার অশান্তি, অস্থিতিশীলতা, অরাজকতা। তারাই যেকোনো জায়গায় ছোট কোনো ঘটনাকে নানাভাবে বড় করে দেখানোর প্রচেষ্টা চালায়।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top