গ্রিনরোডে ভবন থেকে মাথায় ইট পড়ে দুইজন আহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১১:২০
রাজধানীর গ্রিনরোডে একটি ছয়তলা ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে দুজন আহত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা হুমায়ুন কবির বলেন, দুজন মাগরিবের নামাজ পড়ে গ্রিনরোডের খাজা হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ভবনের ছয়তলা থেকে মাথায় ইট পড়ে তারা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রিনরোড খাজা হোটেলের সামনে থেকে ইট পড়ে দুজন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গ্রিনরোড আহত ঢামেক হাসপাতাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।