লিবিয়ায় আটক পাঁচ শতাধিক বাংলাদেশির তথ্য জানালেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১৬:২৪

লিবিয়ায় আটক পাঁচ শতাধিক বাংলাদেশির তথ্য জানালেন পররাষ্ট্র সচিব

লিবিয়ায় গত রোববার আটক পাঁচ শতাধিক বাংলাদেশিকে সেফ হোমে রাখা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নিজ দপ্তরে সাংবাদিকদের সালে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাওয়া কম‌ছে না। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকজন বেশি যাচ্ছে। মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।

তিনি আরও বলেন, বছর খানেকের মধ্যে লিবিয়া থেকে আমরা এক হাজারের বেশি ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনেছি। সম্প্রতি যারা আটক হয়েছে আমাদের রাষ্ট্রদূত তাদের ফিরিয়ে আনার জন্য আইওএমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেবেন।

লিবিয়ায় বাংলাদেশের শ্রমবাজার অল্প অল্প করে খুলছে উল্লেখ করে সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ মানবপাচার রোধের বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top