ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১০:৩৫
ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
এসময় ঘি, বিস্কুট, শনপাপড়ি ও লাচ্ছি সেমাই পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।