মার্কেটগুলোতে কেনাকাটার ধুম পড়েছে ইফতারের পর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৯:০৮
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ইট-পাথরের যান্ত্রিক নগরী ঢাকার বাসিন্দারা। ঢাকা ছাড়া মানুষের স্রোত দেখা যাচ্ছে বাস, ট্রেন, লঞ্চ সবখানেই। এ পরিস্থিতিতেও রাজধানীর বিভিন্ন মার্কেটে ঈদকেন্দ্রিক জমজমাট বিক্রি চলছে। বিশেষ করে ইফতারের পর মার্কেটগুলোতে নতুন পোশাকের পাশাপাশি জুতা ও জুয়েলারি পণ্য বিক্রি ধুম পড়েছে।
গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সারাদিনই ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে মার্কেটগুলো। তবে ক্রেতাদের ভিড় সব থেকে বেশি দেখা গেছে ইফতারের পর। প্রতিটি মার্কেটেই ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আর ক্রেতাদের এমন ভিড়ের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রয়কর্মীদের।
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, মৌচাকের বিভিন্ন মার্কেটসহ টিকাটুলির রাজধানী সুপার মার্কেট ঘুরে ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। শেষ সময়ে এসে তুলনামূলক কম দরদাম করে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। ফলে ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খাওয়া বিক্রেতাদের মুখেও হাসি ফুটেছে।
ব্যবসায়ীরা জানান, মহামারি করোনার কারণে গত দুই বছর ঈদকেন্দ্রিক তেমন ব্যবসা হয়নি। এবার গত দুই বছরের খরা কেটেছে। এবার রোজার শুরু থেকেই ঈদকেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে। তবে মূল বিক্রি জমে উঠেছে ১৫ রোজার পর থেকে। এখন প্রতিদিনই ক্রেতারা মার্কেটে ছুটে আসছেন। ক্রেতাদের মূল চাপ থাকছে ইফতারের পর।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।