গুলিস্তান হকার্স মার্কেটের একাংশ ভেঙে ফেলা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মে ২০২২, ০৫:৪৫
গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১০ তলা মার্কেট তৈরি করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সে পরিকল্পনায় ভেঙে ফেলা হচ্ছে গোলাপশাহ মাজার সংলগ্ন হকার্স মালিক সমিতি মার্কেটের একাংশ। সিটি করপোরেশন জানিয়েছে মার্কেটটির ওই অংশ ছিল অবৈধ।
রোববার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টিনশেড এ দোতলা মার্কেটটিতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
জানা গেছে, হকার্স মালিক সমিতি মার্কেটে ৫৪০টি দোকান রয়েছে। এর মধ্যে ২৭০টি দোকান বৈধ। বাকি দোকানগুলো অবৈধ। সেই অবৈধ অংশটুকু ভেঙে হকার্স মালিক সমিতি মার্কেটের স্থানে ১০ তলা মার্কেট তৈরি করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
তবে তিন মাস আগে নোটিশ দেওয়ায় ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিতে পেরেছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।