সাবেক খাদ্যমন্ত্রী কামরুল হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মে ২০২২, ০৭:৫৩
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে তাকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামরুল ইসলামের অবস্থা এখনও স্থিতিশীল নয়। সকালে তার অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে কামরুল ইসলামের সুচিকিৎসার অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট ৯ চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কামরুল ইসলাম ঢাকা-২ আসনের সংসদ সদস্য। গতকাল মঙ্গলবার তিনি রাজশাহী যান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: খাদ্যমন্ত্রী কামরুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।