শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২, ২০:০৬

সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের (আরসিডিএস) প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার সেনা সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়।

এ সময় যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স দলের দলনেতা ও ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ সিভিও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কুশলাদি বিনিময়ের পর সেনাপ্রধান বাংলাদেশে সফরের জন্য তাদের ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই দিন সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশ নেয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top