• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


খাদ্য সহায়তার অংশ হিসেবে এক কোটি টাকা দিচ্ছে আফগানিস্তানকে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মে ২০২২, ০৮:০২

খাদ্য সহায়তার অংশ হিসেবে এক কোটি টাকা দিচ্ছে আফগানিস্তানকে বাংলাদেশ

আফগানিস্তানে চলমান তীব্র আকার ধারণ করা খাদ্য এবং অন্যান্য সংকটের প্রেক্ষাপটে দেশটিকে খাদ্য সহায়তার অংশ হিসেবে নগদ এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার।

জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএন ওসিএইসএ) এর তহবিলের মাধ্যমে অনুদানের এ অর্থ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থ ইউএন ওসিএইসএ-এর তহবিলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএন ওসিএইসএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠানো হবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশের এ অর্থ সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top