পদ্মা সেতুর উদ্বোধন ২৩ জুন কেন নয়?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৮:২৯
আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে বহু কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু। ওইদিন সকাল ১০টায় পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ মে) গণভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। তবে পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি আরও বেশি স্মরণীয় হয়ে থাকতো দিনটি যদি ২৩ জুন হত। বাংগালীর অস্তিত্বের সাথে তেইশ জুন সম্পৃক্ত। কেননা দিনটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী।
১৯৪৯ সালের ২৩শে জুন বিকালে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনে পদ্মা সেতুর উদ্বোধন হবে বলে আলোচনায় থাকলেও এ বিষয়ে সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের কাছে সংবাদ সম্মেলনে জানতে চাইলে তিনি বলেন, ২৩ জুন সেতু চালু করা হবে না।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ২৩ জুন করার বিষয়টি গুরুত্ব দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ করেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করে পদ্মা সেতুর কাঠামো। এরপর পর একে একে ৪২টি পিলারে বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পদ্মা সেতু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।