শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুর পৌঁছেছেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মে ২০২২, ২০:৫৩

সিঙ্গাপুর পৌঁছেছেন জিএম কাদের

সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে তিনি সিঙ্গাপুর পৌঁছান।  

এরআগে বাংলাদেশ সময় দুপুর ১.২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসকিউ-৪৪৯ বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিনি সিঙ্গাপুর যান বলে জাপা সূত্র থেকে জানা গেছে।

তিনি বিমানবন্দর থেকে সিঙ্গাপুর সিটির হোটেল অর্চাডে এসে পৌঁছালে সিঙ্গাপুর যুব সংহতির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুব সংহতি নেতা মো. জয়নাল আবেদীন, আবদুল আউয়াল শুভ ভূইয়া, এরশাদ হোসেন, জনি আহমেদ, জিয়া উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ব্যক্তিগত সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জিএম কাদেরের সফরসঙ্গী হিসেবে আছেন। আগামী ২৯ মে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top