সৌদি পৌঁছেছে হাজিদের প্রথম দল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুন ২০২২, ২১:৪৬
করোনা মহামারির দুই বছর পর বিদেশি হাজিদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছেছে। শনিবার এই হাজিদের সৌদি কর্তৃপক্ষ স্বাগত জানায়।
ইন্দোনেশিয়া থেকে যাওয়া হাজিদের প্রথম দলটি শনিবার মদিনায় পৌঁছেছে। সেখান থেকে তারা পবিত্র নগরী মক্কায় যাবে।
দেশটির হজ মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি বলেছেন, ‘আজ আমরা ইন্দোনেশিয়া থেকে এই বছরের হাজিদের প্রথম দল পেয়েছি এবং মালয়েশিয়া ও ভারত থেকে ফ্লাইট আসছে। মহামারিজনিত কারণে দুই বছরের বাধার পরে আজ আমরা দেশের বাইরে থেকে আল্লাহর মেহমানদের পেয়ে খুশি।’ হাজিদের অভ্যর্থনা জানাতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। আগামী মাসে এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। অবশ্যই সেই সমস্ত মুসলমানদের দ্বারা করা উচিত যাদের জীবনে অন্তত একবার সামর্থ্য রয়েছে।
২০১৯ সালে ২৫ লাখ মুসলমান হজ পালন করেছিলেন। কিন্তু পরের বছর করোনা মহামারির কারণে মাত্র এক হাজার সৌদি নাগরিককে হজের অনুমতি দেওয়া হয়। এর পরের বছর, অর্থাৎ ২০২১ সালে করোনার টিকাপ্রাপ্ত ৬০ হাজার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।