ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৬:৩৫

ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়ছে

২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের মূল্য কমপক্ষে ১৫ শতাংশ বাড়ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আমি জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি।  

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণীর রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি।

ফলে এসি টিকিটের পাশাপাশি ট্রেনের চেয়ার কোচের টিকিটেও বাড়তি ভাড়া গুনতে হবে।



বিষয়: টিকিট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top