পদ্মা সেতু এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২২, ২২:০১
স্বপ্নের পদ্মা সেতু এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। আর মাত্র এক দিন পর আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে রয়েছে জমকালো আয়োজন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর এই নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ সব ধরনের বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। সেতু এলাকায় বসানো হচ্ছে র্যাবের ওয়াচ টাওয়ার। থাকবে ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, বোম স্কোয়াড, ডগ স্কোয়াড। স্পেশাল ফোর্স নিয়ে রেডি থাকবে র্যাবের হেলিকপ্টার। দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কোনো নাশকতা, হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা নেই।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গতকাল পদ্মাসেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। আকাশে হেলিকপ্টার, সেতুর দুই প্রান্তে স্পেশাল কমান্ডো টিমসহ উদ্বোধনস্থল এবং আশপাশের এলাকাজুড়ে থাকবে র্যাবের কড়া পাহারা।
বিষয়: পদ্মা সেতু নিরাপত্তা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।