মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম উপহার প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১০:১১
মালদ্বীপ রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আহমেদ সালিমের কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ আম পাঠান। বৃহস্পতিবার বাংলাদেশের হাই কমিশনার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জের কাছে ওই উপহার হস্তান্তর করেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এনএফ৭১১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।