রাতের গরম আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ২১:৪৫
চলমান ভ্যাপসা গরম পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার চলমান এ পরিস্থিতির সহসা উন্নতির সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, চলমান তাপদাহ আগামী ১৬ জুলাই পর্যাপ্ত অব্যাহত থাকতে পারে। আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি না হলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে ১৬ জুলাই পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি চলমান থাকতে পারে। ১৬ জুলাইয়ের পর থেকে তাপমাত্রা সারা দেশে একযোগে কমতে পারে।
বিষয়: তাপমাত্রা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।