শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০৬:০৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে

ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

রোগীদের মধ্যে ১৭৯ জন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৯৯ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top