• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভারতের সেনাপ্রধান চারদিনের সফরে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ২২:১০

ভারতের সেনাপ্রধান চারদিনের সফরে ঢাকায়

চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। রোববার (১৭ জুলাই) ঢাকা আসেন তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী অর্চনা পান্ডে এবং তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

ভারতের সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে জেনারেল মনোজ পান্ডের।

এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। একই সঙ্গে তিনি বিভিন্ন সামরিক স্টেশন পরিদর্শন করবেন।

এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন জেনারেল মনোজ পান্ডে। এর মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন এবং সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের শিক্ষার্থী অফিসারগণ ও অনুষদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংও পরিদর্শন করবেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top