করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৭:০৬

করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমলো

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন শুক্রবার দেশে ২ জনের মৃত্যু ও ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৬২ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১০ শতাংশ। একদিনে এক হাজার ৪৩৪ জনসহ মোট ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top