আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারের ক্র্যাশ ল্যান্ডিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৬:১৯

আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারের ক্র্যাশ ল্যান্ডিং

আর্মি অ্যাভিয়েশনের একটি বেল-২০৬ হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়।

বুধবার (২৭ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

হেলিকপ্টারের দুই পাইলট— লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশংকামুক্ত। তাদের হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়াও, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top