রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:২৮
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টা থেকে প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।
আগামীকাল বুধবার গৌরবময় বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়: prime minister shakh hasina প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি বাংলাদেশ বেতারে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।