দু'দেশের সম্পর্কের রূপ রেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন: মোদী

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২১:২৫

নিজস্ব প্রতিবেদক:

দু'দেশের গভীর সম্পর্কের রূপ রেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা সামনের দিনগুলোতে উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর দ্বারপ্রন্তে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় করোনা মোকাবিলায় ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ এক সাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতির মধ্যে দু'দেশের স্থলবন্দরগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা এরই মধ্যে দূর করার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জনান তিনি।

মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর সময় মোদী সরকারের নেয়া উদ্যোগে ভারত বিশ্বের মধ্যে অন্যতম অবস্থায় পৌছাবে।

দু'দেশের মধ্যে চলমান বাণিজ্য, বাংলাদেশ থেকে ভারতে সর্বচ্চো সংখ্যক পর্যটক, চিকিৎসা পর্যটন, তৈরী পোষাকসহ কয়েকটি খাতে ভারতের বিপুল সংখ্যক মানুষের কাজ করাসহ দু'দেশের বিভিন্ন সম্পর্কের কথা উল্লেখ করে দু'দেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ন অধ্যায় পার করছে বলেও জানান তিনি।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top