শিমুলিয়া-কাঁঠালবাড়িতে পরীক্ষামূলক চলাচল শেষে রাতে ফেরি বন্ধ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২০০ ঘণ্টা অপেক্ষার পর দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চালুর খবরে স্বস্তি ফিরেছে আটকে থাকা যাত্রীদের মাঝে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলক ৩টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যায়। কাঁঠালবাড়ী ঘাট পৌঁছায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে। চ্যানেলে আনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকায় দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফেরি পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার মোহাম্মদ আলি জানান, চ্যানেলের অনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকায় দুর্ঘটনা এড়াতে রাতে আর চলছে না ফেরি। আগামীকাল সকাল থেকে ফেরি চলাচল শুরু হবে। ছোট ফেরি ক্যামেলিয়া ও কাকলি বাধা ছাড়াই স্বাভাবিকভাবে চ্যানেল দিয়ে চলে গিয়েছে। তবে বড় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চ্যানেলে প্রবেশ করতে গিয়ে প্রবল স্রোতের কবলে পড়ে। এর জন্য বেশি সময় ধরে একই জায়গায় অবস্থান করতে হয়েছে। ফেরি চলাচলের জন্য নৌপথে নির্দেশকসহ বেশকিছু কাজ বাকি আছে। এসব রাতের মধ্যে শেষ হলে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবার পুরোদমে চলবে ফেরিগুলো।
চালক ও যাত্রীরা জানান, নাব্যতা সংকটের কারণে এই নৌরুটে বন্ধ ছিল সব ধরনের ফেরি চলাচল। আট দিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় চিরচেনা শিমুলিয়া ঘাটের কর্মব্যস্ততা ফিরে এসেছে। ফেরি চালুর খবর পেয়ে অনেকেই ঘাটে আসছেন পদ্মাপারের জন্য। তাদের চোখে মুখে এখন আনন্দের প্রতিচ্ছবি।
শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। শুক্রবার বিকেলে ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরিতে ছিল ১৭টির মতো পণ্যবাহী ট্রাক ও ১৫টির মতো ছোট গাড়ি। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি ছোটগাড়ি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম জানান, নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি চালুর নির্দেশনা দেওয়ায় পরীক্ষামূলক তিনটি ফেরি চালু করা হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।