উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণ আহত ৮ জনেরই মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ২৩:২১
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে শাহীন নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ আট জনই মারা গেলেন।
শুক্রাবর (১২ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহীনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো।
এর আগে গত ৬ আগস্ট দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।
দগ্ধ ব্যক্তিরা জানিয়েছিলেন, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা ছিলো। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: উত্তরা রিকশা গ্যারেজ বিস্ফোরণ মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।