বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে না পারায় পদ্মাসেতু থেকে ঝাঁপ

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২২, ০৩:৩৯

পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়েছেন গার্মেন্টস শ্রমিক।

চলন্ত প্রাইভেটকারের দরজা খুলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়েছেন নুরুজ্জামান (৩৮) নামের গার্মেন্টস শ্রমিক।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তার খোঁজ পাওয়া যায়নি।  আজও নদীতে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুরে। ঢাকার ডেমরায় গার্মেন্টসে আয়রনম্যানের কাজ করতেন তিনি।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন নিউজ ফ্লাস টুয়েন্টিসেভেনকে জানান, রোববার রাতে টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য একটি প্রাইভেটকার ভাড়া করেছিলেন নুরুজ্জামান। সোমবার ভোরে ওমর ফারুক নামের একজনকে নিয়ে টুঙ্গিপাড়ায় যান তিনি।
কিন্তু ফুল দেয়ার জন্য অনুমতি কার্ড না থাকায় সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়। এরপর পদ্মাসেতু দিয়ে ফেরার পথে চলন্ত গাড়ির দরজা খুলে ঝাঁপ দেন তিনি।
আরিফ হোসেন আরও জানান, ঝাঁপ দেয়ার আগে তিনি মোবাইলে ভিডিও করেছিলেন। সেখানে নুরুজ্জামান বলছিলেন, শেখ মুজিবুর রহমান সবার। আমরা কেনও ফুল দিতে পারব না? আরটিভি নিউজ, ডেইলি স্টার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top